আপনি হয়তো অনেক জায়গায় শুনেছেন ব্লগ শব্দটি কিন্তু এখনো জানেন না আসলে ব্লগ কি বা কিভাবে করতে হয়। যারা ব্লগ সম্পর্কে জানে ইতিমধ্যে তারা ব্লগিং করে আয় শুরু করেছে কিন্তু যারা জানেন না।তাদের জন্য ব্লগিং বলতে শুধু ওয়েবসাইট আর্টিকেল লিখা বুঝি । এবং ওয়েব সাইট এ অটিকেল এর পাশাপাশি এড শো করে টাকা আয় করাব্লগিং এমন একটি টেকনোলজি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ভিবিন্ন ব্লগ বা আটিকেল শেয়ার করে ভালো পরিমাণে অর্থ আয় করতে পারবেন । আমাদের মধ্যে অনেকেই ব্লগ করতে চাচ্ছেন কিন্তু সঠিক ধারনা এবং গাইড লাইনের কারনে শুরু করতে পারছেন ন। আজকের এই আটিকেল ব্লগ সাইট থেকে টাকা আয় করার সবচেয়ে সহজ উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সোজা ভাবে বলতে গেলে বলা যায় যে ব্লগ সেটাকে বোঝায় যেখানে অনলাইনে আমরা কোন কিছু লিখতে পারি । আরও সহজভাবে বলতে গেলে বলা যায় যে অনলাইনে কোন কিছু লিখালিখি করে পাবলিশ করার পর কেউ পরতে পারে তাকেই ব্লগ বলে। আপনার নিজের যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে সেটাকে ব্লগসাইট বলা হয়। ব্লগ সাইট এর ভিতরে সব চাইতে জনপ্রিয় প্লাটফর্ম দখল করে নিয়েছে ওয়ার্ডপ্রেস ব্লগিং কিভাবে করে এই বিষয়টি জানতে হলে প্রথমে আপনাকে বলবো যে আপনি কোন বিষয় নিয়ে বেশি ধারনা রাখেন সে বিষয় নিয়ে শুরু করুন । প্রথমে বলে রাখি যে ব্লগিং করার জন্য আপনার একটি নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে। হতে পারে এটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা ব্লগস্পট ওয়েবসাইট। আথবা আপনি কাস্টমাইজ করা কোন ওয়েবসাইট । আপনি যদি এ বিষয়ে নতুন হয়ে থাকেন তাহলে বলব আপনি আমেদের আজকের এই আটিকেল প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য । না হলে ব্লগ বা ব্লগিং সম্পর্কে সঠিক ধারনা পাবেন না । এখন আপনার ওয়েবসাইট নেওয়া শেষ হলে একটি ডোমেন নিতে হবে। যেটা সম্পুর্ন ইউনিক হতে হবে। এর পর হোস্টিং নিতে হবে। ব্লগ সাইট থেকে খুব সহজে টাকা আয় করতে হলে আপনাকে প্রতিদিন নতুন ব্লগ বা আটিকেল তৈরি করতে হবে। যা মান সম্মত হতে হবে। অন্য কোন ব্লগ সাইট থেকে ব্লগ নিয়ে আপনি প্রকাশ করলে আপনি আয় করতে পারবে না । এভাবে শুরু করতে হবে। চলুন স্টেপ বাই স্টেপ আলোচনা করা যাক । আপনি যদি প্রথমিক আবস্থায় ফ্রিতে ব্লগিং করতে চান তাহলে প্রথম আপনার ইউনিক নামে একটি ডোমেন কিনতে হবে প্রথমিক আবস্থায় । আর তা না চান তাহলে গুগলে ব্লগস্পট Blogger.com ওয়েবসাইট এ একউন্ট করলে তারা তাদের এক্সটেনশন যুক্ত একটি ডোমেন দিবে এর পর তাদের অনেক ধরনের ওয়েব সাইট থিম ফ্রিতেই ব্যবহার সহজে পেয়ে যাবেন। আপনার ইচ্ছা মত ব্লগার থিম ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। ওয়েবসাইটে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে ব্লগিং শুরু করতে পারেন। blogger.com থেকে ওয়েবসাইট তৈরি করলে কোন ধরনের টাকাপয়সা প্রদান করতে হবে না।তবে আপনি ইচ্ছা করলে ওয়াডপ্রেস থেকে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তার জন্য আপনাকে যেকোন ওয়েবসাইট থেকে হোস্টিং এবং ডোমেইন কিনে সেটাতে আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করে খুব সহজেই ব্লগিং শুরু করতে পারেন।মনে রাখা ভাল যে ওয়াডপ্রেস একটি প্যাইড প্ল্যাটফর্ম এখানে আপনাকে প্রত্যেক বছর ডোমেইন এবং হোস্টিং এর জন্য টাকা প্রদান করতে হবে। তবে গুগল ব্লগার থেকে ওয়াডপ্রেস প্লাটফর্মে অনেক বেশি সুবিদা পাবেন।আমাদের সাজেশন থাকবে আপনি যদি ব্লগিং করে টাকা আয় করার ইচ্ছে থাকে তাহলে একটি ডোমেন এবং একটি পেইড ওয়েব থিম ক্রয় করে নিবেন । এতে কোন আপনার ওয়েব সাইট হ্যাক হওয়ার সম্ভবনা থাকে না । আর হোস্টিং যে কোন কারো কাছে করতে পাবেন । ডোমেন কিভাবে কিনবেন ? আপনি বাংলাদেশে ভিবিন্ন সাইট আছে যেখান থেকে আপনার ইউনিক নাম দিয়ে ডোমেন ক্রয় কর পারেন । এছাড়া অনেক বিদেশী সাইট আছে যেখান থেকে আপনি ডোমেন নিতে পারেন । exonhost.com এরা বাংলাদেশী প্রতিষ্ঠান যারা ডোমেন হোস্টিং দিয়ে থাকে .Com .NET .Info .Org .xyz বাংলাদেশের অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে বিকাশ এবং রকেটের মাধ্যমে আপনি ডোমেইন ক্রয় করতে পারবেন।আপনি ডোমেইন কিনেছেন বলে এটি আপনার জন্য সারা জীবনের জন্য হয়ে যাবে না। তার জন্য অবশ্যই আপনাকে প্রতিবছর এটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণের টাকা ডোমাইন প্রোভাইডারকে দিতে হবে। একটি ব্লগ সাইটে মুল হলো সুন্দর টপিক বা আটিকেল । আমরা আপনাকে প্রথমে বলে রেখেছি আপনি যে বিষয় উপর সবচেয়ে বেশি ধরনা রাখেন সে বিষয় নিয়ে ব্লগ তৈরি করতে । আপনি যদি টেকনোলজি বিষয়ে ভালো জানেন তাহলে আপনি টেকনোলজি নিয়ে আপনার ব্লগ সাইটে শুরু করতে পারেন।আপনি যদি ইডুকেশন ইনফরমেশন সম্পর্কে ভাল বুঝেন তাহলে আপনি সেই অনুযায়ী আপনার ব্লগ সাইটে বানাতে পারেন।ব্লগের সঠিক টপিক নির্বাচন একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় । সঠিক টপিক অনুযায়ী আপনার ব্লগ সাইট তৈরি না করলে পরবর্তী সময়ে ওয়েবসাইট জনপ্রিয় করতে অনেক সময় লেগে যায়। নিম্নে কিছু টপিক এর নাম তুলে ধরা হলো। টেকনোলজি বিষয় নিয়ে ব্লগিং বিষয় নিয়ে অনলাইন থেকে আয় বিষয় নিয়ে গানের লিরিক্স নিয়ে বিষয় নিয়ে ফিশিং বিষয় নিয়ে গল্প বিষয় নিয়ে কবিতা বিষয় নিয়ে ইসলামিক বিষয় নিয়ে পড়াশোনা নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ নিয়ে আপনি প্রথমে একটি সুন্দর টপিক নির্বাচন করবেন । তার পর সেখানে আপনি কি কি বিষয় জানেন সেটি লিখুন । এবং কিভাবে লিখলে মানুষ আপনার ব্লগ থেকে বিস্তারিত ধারনা পাবে সেটি খেয়াল রেখে লিখা শুরু করুন । অন্যের আর্টিকেল কপি করে আপনার ব্লগে পোস্ট করলে করা থেকে বিরত থাকুন । অন্যের ব্লগ বা আটিকেল পোস্ট করলে হয়তো বা সুন্দর দেখা যাবে কিন্তু গুগল থেকে আপনি কখনো রেংকিংয়ে আগে যেতে পারবেন না। সর্বোপরি চেষ্টা করবেন নিজের লেখা আরটিকেল পাবলিশ করার জন্য এবং আরটিকেল পড়ে যাতে কিছু জানতে পারে। আপনি যখন আর্টিকেল লিখবেন তখন আপনার মনকে স্থির করে নিবেন যে কি বিষয় আপনি আর্টিকেল লিখতে চাচ্ছেন এবং সুন্দর গুছিয়ে আপনার কথাগুলো উপস্থাপন করবেন।একটা ব্লগে ইউনিক আর্টিকেল লেখার পাশাপাশি মনে রাখতে হবে যাতে আপনার আর্টিকেলের কথাগুলো অন্য কোন ব্লগ সাইটের সাথে হুবহু মিলে না যায়। আপনি যদি আপনার টপিক এর উপর গুগলে সার্চ দিয়ে দেখবেন অন্যরা কিভাবে লিখছে তাদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন। আপনার আটিকেল এর টপিক এর সাথে মিল রেখে ডোমেইন নাম রেজিস্ট্রেশন করতে চেস্টা করবেন । আপনি যদি প্রযুক্তিবিষয় নিয়ে ব্লগে লেখালেখি করতে চান তাহলে সেই অনুযায়ী আপনার ওয়েবসাইটের ডোমাইন রেজিস্ট্রেশন করবেন। আপনি যখন আপনার ব্লগ সাইটের জন্য ডোমেইন রেজিস্ট্রেশন করবেন সেটির নাম যেন ছোট হয় । আপনার ওয়েবসাইটে ভিজিটর ধরে রাখার জন্য কনটেন্ট এর পাশাপাশি অবশ্যই ওয়েবসাইটের ভালো ডিজাইনের কাস্টমাইজ থাকতে হবে। অন্যথায় আপনার ওয়েবসাইট থেকে ভিজিটররা চলে যাবে আর ফিরে আসবেনা। তাই ব্লগিং সাইট চালু করার সাথে সাথে আপনার ওয়েবসাইটকে সুন্দর একটি ডিজাইনের কাস্টমাইজ করে নিবেন যাতে সহজেই ভিজিটরদের দৃষ্টিগোচর হয় এবং আকর্ষণীয় ওয়েবসাইট মনে হয়।অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনার ওয়েবসাইট ডিজাইন টি সাধারণ হয় এবং দৃষ্টিগোচর হয় যাতে ইউজারের সহজে কি চাচ্ছে তা খুঁজে পেতে খুব সহজ হয়।ওয়েবসাইট কাস্টমাইজ করতে হলে আবশ্যক আপনাকে কোডিং বা ওয়েব সাইট লেংগুয়েজ সম্পর্কে ধারনা থাকতে হবে । এ ছড়া যদি খুব বেশি কাস্টমাইজ করার প্রয়োজন না হয় তা হলে আপনি নিজে পারবেন। কোন ভলো মানের ওয়েব ডেভোলপার দিয়ে কাজ করিয়ে নেওয়ার পরার্শ থাকবে। ব্লগ সাইট থেকে আয় করার জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটে ভালো মানের কনটেন্ট থাকতে হবে এবং আপনার ওয়েবসাইটে ভিজিটর থাকতে হবে। আপনার ব্লগ সাইটে কয়েকটি উপায় আয় করতে পারবেন। তবে সবকিছুর মূলে হচ্ছে ভিজিটর কারণ ভিজিটর ছাড়া আপনি কোন কিছুই করতে পারবেন না। সঠিক নিয়মে ব্লগ ওয়েব সাইটে প্রকাশ করলে আপনার ওয়েব সাইটে ভালো ভিজিটর আসতে শুরু করবে । একটি আটিকেল রেঙ্ক এ আসতে বেশ কিছু দিন সময় লেগতে পারে তাই ব্লগ করে টাকা আয় করতে কিছু দিন সময় দিতে হবে । আপনি লেগে থাকলে সফলাতা একদিন আসবে । এখন আমরা জানব কত উপায়ে ব্লগ করে আপনা খুব সহজে টাকা আয় করতে পারবেন । গুগল এডসেন্স হচ্ছে এখনকার সময়ে একটি জনপ্রিয় মাধ্যম । যাদের মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন তাহলে চলুন জেনে নেয়া যাক দিয়ে কিভাবে গুগল এডসেন্স থেকে আয় করতে পারবেন।আপনি প্রতিদিন নতুন নতুন ব্লগ বা আটিকেল আপনার ওয়েব সাইটে প্রকাশ করতে থাকবেন । একসময় আপনার ব্লগ যখন ১০ থেকে ১৫ টির মত হবে তখন আপনি গুগল এডসেন্স এ গিয়ে আপনার ওয়েব সাইট এ গুগল এড বসানোর জন্য অবেদন করবেন । গুগল এডসেন্স আপনার ওয়েব সাইট এ দেখবে যে আপনার ওয়েব সাইটে এড বসানোর জন্য উপযুক্ত কিনা । যদি আপনার ওয়েব সাইট এ কোন আটিকেল করো কাছ থেকে কপি করা না হয়ে থাকে তাহলে তারা আপনার ওয়েব সাইট এর গুগল এডসেন্স এর এড বসানোর অনুমতি দিবে । গুগল এডসেন্স এর এড আপনার ওয়েব সাইট এ আপনি দিয়ে দিলে গুগল এডসেন্স তাদের এড পার ক্লিক এর উপর নির্ভর করে আপনাকে গুগল এডসেন্স টাকা প্রধান করবে । কিভাবে গুগল গুগল এডসেন্স এর এড এর জন্য অবেদন করতে হয় সেটা আপনি ইউটিউব এ প্রচুর ভিডিও পাবেন সেখান থেকে দেখতে পারেন । পরামর্শ হলো কোন অভিজ্ঞ লোকের পরার্শ নেওয়া । গুগল এডসেন্স একাউন্টে আপনার ১০০ ডলার প্লাস হয়ে। নির্দিষ্ট একটি দিনে গুগল এডসেন্স আপনার ব্যাংক একাউন্টে টাকা সেন্ড করে দিবে।তবে বলে রাখা ভালো যে, আপনার এডসেন্স একাউন্টে যখন ১০ ডলার হবে গুগল এডসেন্স থেকে আপনার এড্রেস এ একটি চিঠি পাঠাবে এবং সেই চিঠিতে একটি পিন নম্বর থাকবে যা ভেরিফিকেশনের জন্য আপনার একাউন্টে জায়গা থাকবে। পিন বসানোর পর সব কিছু ঠিক ঠাক থাকলে আপনি খুব সহজে একটি ভালো পরিমাণে আয় করতে পারবেন । অন্য কোন এড বা বিজ্ঞাপন দিয়ে আয় আপনার ওয়েবসাইট যদি ভালো মানের ভিজিটর আসে তাহেলে আপনার লোকাল কোন প্রতিষ্ঠান আপনার ওয়েব সাইটে এড দিতে চাইবে । আপনি তাদের বিজ্ঞাপন বা এড দিয়ে ভালো পরিমান আয় করতে পরবেন । প্রথমিক আবস্থায় আপনি ফ্রিতে এড দিতে পারেন এতে করে আপনি যারা লোকাল এড দিবে তাদের খুব সহজে খুজে পাবেন । কিভাবে ওয়েব সাইট রেঙ্ক করানো যায় : যে কোন ওয়েব সাইট রেঙ্ক হতে বেশ সময় প্রয়োজন হয় । আপনি যদি নিদিষ্ট নিয়ম মেনে আপনার ব্লগ সাইটে নিয়মিত পোষ্ট করতে থাকেন তাহলে খুব সহজে ওয়েব সাইট রেঙ্কে এসে যাবে । আপনার সব ব্লগ পোস্ট একই সাথে কিন্তু রেঙ্ক হবে । ভয়ের কিছু নেই । আপনি যদি খুব তাড়াতাড়ি ভিজিটর পেতে চান তাহলে ফেসবুকে আপনার ব্লগ পোস্ট এর এড দিতে পারেন । গুগল সার্চ এ রেঙ্কে আনার জন্য গুগলে এড দিতে পারেন । এড দেওয়া ছাড়া আপনার ব্লগ সাইটি এস ই ইউ করে রেঙ্ক করাতে পারেন । SEO করার ফলে আপনার ওয়েবসাইট এর কিওয়ার্ড কেও সার্চ করলেই সেটা ফার্স্ট পেইজ এ শো করবে। ফলে স্বভাবগত কারনে ব্যক্তি টি আপনার ওয়েবসাইট এই ঢুকবে এবং সেখান থেকে তার পছন্দসই ব্লগ পড়বে। এতে আপনার আগের থেকে অনেক বেশি ভিজিটর আপনার ব্লগ সাইটে আসবে । বিশেষ সতর্কতা : যে সকল ব্লগ সাইট রেঙ্কে আসে সে সকল ওয়েব সাইট হ্যাক করার জন্য হ্যাকাররা বলে যে আপনার সাইটে আমরা এড দিব । এড দেওয়ার কথা বলে তারা আপনাকে ভিবিন্ন ভাইরাস পাঠাবে বলবে এটাতে তাদের এড দেওয়া আছে । তখন আপনি যখন সেই লিংকে ক্লিক করবেন তখন আপনার কম্পিউটার বা মোবইল তাদের নিয়ন্ত্রনে চলে যায় । এভাবে আমাদের ওয়েব সাইট হ্যাক হয়ে যায় । তাই আমরা এসব লিংক বা ভাইরাস যুক্ত যে কোন ফাইল খুলা থেকে বিরত থাকব । এসব ফাইল দেখলে আপনি বুঝতে পারবেন সেটার লিখা আসাভাবিক । আশা আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে ব্লগিং থেকে আয় করা যায়।আপনি খুব সহজে ব্লগিং করে আয় করতে পারবেন । ব্লগ সাইটে আটিকেল লিখতে থাকুন একদিন আপনি খুব সহজে ভালো পরমান আয় করতে পারবেন । আমাদের আর্টিকেলটি এই পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের আজকের এই আটিকেলটি ভলো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।ব্লগ বা ব্লগিং মানে কি ?
কিভাবে ব্লগিং শুরু করবেন ?
কিভাবে খুব সহজে ব্লগ সাইট তৈরি করবেন ?
For Example:কিভাবে ব্লগের সুন্দর টপিক বা আটিকেলের বিষয় নির্বাচন করবেন?
কিভাবে ব্লগে ইউনিক আর্টিকেল লিখব ?
Domain নাম রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কিছু পরামর্শ
টপিকের সাথে মিল রেখে ডোমেইন
Dot.Com Domain রেজিস্ট্রেশন করা
বর্তমান অনলাইন জগতে ডটকম ডোমেইন এক্সটেনশন রাজত্ব করে আসছেন তবে বুদ্ধিমানের কাজ এটাই হলো অবশ্য আপনি চেষ্টা করবেন আপনার ব্লগ সাইটের জন্য ডটকম ডোমেইন রেজিস্ট্রেশন করতে। এতে করে আপনি খুব সহজে রেঙ্ক এসে যাবেন
ছোট নামের ডোমেইন রেজিস্ট্রেশন করা
ওয়েবসাইট সেটাপ কিভাবে কাষ্টমাইজ করবেন?
কিভাবে ব্লগ থেকে টাকা আয় হয় বা টাকা আসে ?
গুগল এডসেন্স দ্বারা ব্লগ থেকে টাকা আয়
শেষ কথাঃ